মাভাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শেখ রাসেল হলের কর্মকর্তা মো. হারুন অর রশিদের বিরুদ্ধে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত ৭ জানুয়ারি (মঙ্গলবার) ভুক্তভোগী ওই শিক্ষার্থী প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী বলেন, ক্লাসে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া লেনের রাস্তায় ওই কর্মকর্তা মোটরসাইকেল নিয়ে তার পথ আটকান। পরিচয় এবং ধর্ম জানতে চান। ওই কর্মকর্তা আমার পোশাক নিয়েও কথা বলেন। পাশাপাশি হুমকি দেন যে, আবার এমন পোশাকে দেখলে ক্যাম্পাস থেকে বের করে দেবেন। 

ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ‘আমি ক্লাসে যাচ্ছিলাম এবং শীতের পোশাক ও ওড়না পরিহিত ছিলাম। হঠাৎ তিনি এসে আমাকে বাজে ভাষায় অপমান এবং হেনস্তা করেন। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। প্রশাসনের কাছে আমি সুবিচার চাই।’

অভিযুক্ত শেখ রাসেল হলের সহকারী রেজিস্ট্রার মো. হারুন অর রশিদ বলেন, ‘আমি ওই মেয়েকে পোশাকের বিষয়ে কথা বলার সময় বাজে আচরণ করেছি। এজন্য আমি লজ্জিত।’

সহকারী প্রক্টর মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

এদিকে তিন সদস্যের তদন্ত কমিটি আজ রবিবার (১২ জানুয়ারি) সকালে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্ত কর্মকর্তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মোহা. তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়েছি। দোষীও অপরাধ স্বীকার করেছেন। আমরা অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।’


সর্বশেষ সংবাদ