শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে তিন মাসেও হলে সিট দেয়নি শাবিপ্রবি
- মোফাজ্জল হক, শাবিপ্রবি
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ AM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ AM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে তিন মাসেও আবাসিক হলে সিট দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে অনিশ্চয়তা ও আবাসিক সংকটে পড়েছেন শিক্ষার্থীরা।
গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত আবাসিক হলের সিট বরাদ্দ নীতিমালায় বলা হয়, প্রথম বর্ষের দুটি সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ সিট বরাদ্দ রাখা হবে। সে অনুযায়ী প্রথম সেমিস্টার শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ সিট ফাঁকা রয়েছে। তাদের সিট বরাদ্দের ক্ষেত্রে স্নাতক ভর্তি পরীক্ষার মেধা তালিকার ক্রম অনুসরণ করা হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়। এমনকি আবাসিক সংকট নিরসনে প্রতি সিটের বিপরীতে দুইজনকে বরাদ্দ রাখা যেতে পারে বলেও জানানো হয়েছিল।
পরবর্তীতে গত ২৩ অক্টোবর চূড়ান্ত ভর্তির পর নবীন শিক্ষার্থীদেরকে আবাসিক হলে সিট বরাদ্দ দেওয়া বলে আশ্বস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে চূড়ান্ত ভর্তির প্রায় তিন মাস অতিক্রম হয়ে গেলেও হলে সিট বরাদ্দ দেওয়া হয়নি বলে জানিয়েছেন নবীন শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্লাস শুরু হওয়ার প্রায় তিন মাস অতিবাহিত হয়েছে। শুরুতে আমাদের হলে সিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো বরাদ্দ দেওয়া হয়নি। আমাদের বিভাগের অনেকেই এখনো থাকার জায়গা ঠিক করতে পারেনি আর্থিক অসচ্ছলতার কারণে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া বলেন, ‘কোন হলে কতটি সিট ফাঁকা আছে তা আমরা সংগ্রহ করছি। আগামী সপ্তাহে আমরা মিটিং করবো। আশা করি ফেব্রুয়ারি মাসে আমরা হলে সিট বরাদ্দ দিতে পারবো।’
শাহপরাণ হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা তথ্য পাঠিয়েছি। আশা করি কিছুদিনের মধ্যেই সিট বরাদ্দ দিতে পারবো।’