কোটা বাতিল ও ফি কমানোর দাবিতে শাবিপ্রবিতে বিক্ষোভ 

শাবিপ্রবিতে বিক্ষোভ
শাবিপ্রবিতে বিক্ষোভ  © টিডিসি ফটো

ভর্তি পরিক্ষায় বৈষম্যমূলক কোটা বাতিল ও ফি কমানোর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

আজ শনিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে সমাবেশ করেন তারা। এসময় সকল ধরনের বৈষম্যমূলক কোটা ও অতিরিক্ত ভর্তি, সেমিস্টার ও ক্রেডিট ফি কমানোর দাবি জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরমান বলেন, ‘দেশ থেকে এখনো বৈষম্য দূর হয়নি। যেখানে বিসিএসের ভর্তি ফি ২০০ টাকা করা হয়েছে, সেখানে শিক্ষার্থীদের কাছ থেকে ১২০০ টাকা আবেদন ফি নেওয়া কোনোভাবেই কাম্য না। অতিদ্রুত সকল ধরনের ফি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাই।’

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাকিল বলেন, ‘বৈষম্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা যেই আন্দোলন শুরু করেছিলাম সেই বৈষম্য এখনো শেষ হয়নি। জুলাই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল মেধার যথাযথ মূল্যায়ন করা। কিন্তু সেই মেধার অবজ্ঞা করে এখনো কোটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এটা জুলাই বিপ্লবের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক।’ তিনি আরো বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য শুধুমাত্র কোটা রাখা যেতে পারে কিন্তু পোষ্য কোটায় যারা ভর্তি হয় তারা সবাই উচ্চশিক্ষিত পরিবার থেকে আসে। এটা মারাত্মক বৈষম্য। এরকম বৈষম্য জুলাই বিপ্লবের শহিদদের সাথে বেইমানি।’

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সাইন্স বিভাগের শিক্ষার্থী কিরণ হাওলাদার বলেন, ‘আবেদন ফি, ভর্তি ফি, সেমিস্টার ফি ও ক্রেডিট ফি কমানোর জন্য দীর্ঘদিন আমরা দাবি জানিয়ে আসতেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের আশ্বস্ত করা হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যেসব বিষয় টেবিলে বসে সমাধান করা যায় সেসকল বিষয় সমাধান করতে যেন আমাদের মাঠে নামতে না হয়।’

৫ জানুয়ারি থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে শুরু হতে যাওয়া আবেদন স্থগিত করে ফি পুন:নির্ধারণ করার আহ্বানও জানান তারা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence