যবিপ্রবির কর্মকর্তা ও ঢাবির সাবেক ছাত্রলীগ নেতাকে সাময়িক বহিষ্কার

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সেকশন অফিসার মো. সাইফুর রহমানকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার দপ্তরে কর্মরত সেকশন অফিসার মো. সাইফুর রহমান ফৌজদারি মামলায় ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হতে গ্রেফতার হওয়ায় এবং বর্তমানে কর্মস্থলে অনুপস্থিত থাকায় বিধি মোতাবেক তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এর আগে ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে যশোর থানা পুলিশের সহায়তায় তাকে আটক করে ঢাকার শাহবাগ থানা পুলিশ। তিনি তৎকালীন ঢাবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত ১১টায় ঢাবি ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে তৎকালীন মুহসীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী সন্দেহে ৫ ঢাবি শিক্ষার্থীকে রাতভর শারীরিক নির্যাতন চালায়। ভুক্তভোগী শিক্ষার্থীরা তা অস্বীকার করলে তাদের পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

গত ২ সেপ্টেম্বর ভুক্তভোগী ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসরুর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাপ্পি মিয়া, মনোবিজ্ঞান বিভাগের ইবরাহীম হোসেন, মেহেদী হাসান এবং আবদুল গাফফারের পক্ষে মাসরুর বাদী হয়ে ১৩ জন ছাত্রলীগ নেতার নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence