শাবিপ্রবিতে চূড়ান্ত ভর্তি শুরু কবে—জানাল প্রশাসন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তি আগামী ২০ অক্টোবরের পর শুরু হতে পারে বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য সচিব ও স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খান।

বুধবার (২ অক্টোবর) বিকালে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরফিন খান আরো বলেন, ‘আগামী ৭ অক্টোবর আমাদের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় আমরা সিদ্ধান্ত নিব চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর ব্যাপারে। তবে ২০-৩০ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ভর্তি ও অরিয়েন্টেশন হবে।’

উল্লেখ্য, দীর্ঘদিন শাবিপ্রবিতে চতুর্মুখী আন্দোলন ও হাসিনা সরকারের পতনের পর উপাচার্য, উপ-উপাচার্য সহ ৮৩ জন গুরুত্বপূর্ণ শিক্ষক, কর্মকর্তার পদত্যাগের ফলে স্থবির হয়ে আছে উচ্চশিক্ষালয়টি। এরপর ১৮ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ হয়। প্রশাসনিক বডি যোগদান করে ৮ অক্টোবর নতুন করে আবাসিক হলে শিক্ষার্থী তুলে ২০ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা চালু করবেন বলেও জানান তারা।  


সর্বশেষ সংবাদ