রুয়েটে ৫৬ শিক্ষকের চূড়ান্ত গবেষণা প্রতিবেদন উপস্থাপন

রুয়েটে গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন বিষয়ক অনুষ্ঠানে অতিথিরা
রুয়েটে গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন বিষয়ক অনুষ্ঠানে অতিথিরা  © টিডিসি রিপোর্ট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৩-২০২৪ অর্থবছরের গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালিত গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ইনস্টিটিউট অব এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল স্টাডিজের (আইইইএস) পরিচালক অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আল আমিন আল আজাদ উল ইসলাম।

আরও পড়ুন: নির্দিষ্ট দিনক্ষণ নয়, ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে টানা বন্ধ ক্লাস-পরীক্ষা

উদ্‌বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী সহ বিভিন্ন অনুষদের ডিন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধানগণ, শিক্ষক, গবেষকরা উপস্থিত ছিলেন। 

উদ্‌বোধনী অনুষ্ঠানের পর ৫৬ জন গবেষক দিনব্যাপী টেকনিক্যাল সেশনে ২০২৩-২০২৪ অর্থবছরে তাদের গবেষণা প্রকল্পসমূহের চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। সন্ধ্যায় দিনব্যাপী আয়োজিত এই সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।


সর্বশেষ সংবাদ