পবিপ্রবির সেই বিতর্কিত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সামসুল হক রাসেল
সামসুল হক রাসেল  © সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে কর্মরত পিও টু প্রো-ভাইস চ্যান্সেলর মো. সামসুল হক রাসেলকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রবিবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

গত ১৭ ফেব্রুয়ারি রাত ৯ টায় কর্মকর্তা মো. সামসুল হক রাসেল কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের (কৃষিকুঞ্জ) ডাইনিং কক্ষে বিশ্ববিদ্যালয়ের পোস্ট হারভেস্ট টেকনোলজি এন্ড মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো: নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ জীবননাশের হুমকি দেন।

পরবর্তীতে অধ্যাপক মো. নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মো. সামসুল হক রাসেলের বিরুদ্ধে রেজিস্ট্রার বরাবর অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্তের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠিত হয় এবং তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করেন। উক্ত প্রতিবেদনে পবিপ্রবি কর্মকর্তা মো. সামসুল হক রাসেল কর্তৃক অধ্যাপক মো: নজরুল ইসলামকে আক্রমণাত্মক ভঙ্গিতে অশালীন ভাষায় গালিগালাজ করাসহ হুমকি-ধামকি প্রদান করেন যা তদন্ত কমিটির নিকট প্রতীয়মান হয়।

এই অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ২ (খ) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারীর সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধির ২(খ) ধারার অপরাধে উক্ত বিধির ধারা ৯ অনুযায়ী পবিপ্রবি কর্মকর্তা মো. সামসুল হক রাসেলকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং একই সাথে তার ওএসডি আদেশ প্রত্যাহার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ