হাবিপ্রবির আসন ১৫২৫টি, বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০

হাবিপ্রবির বিদেশী শিক্ষার্থী
হাবিপ্রবির বিদেশী শিক্ষার্থী  © টিডিসি ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) আটটি অনুষদ এবং ২৩টি ডিগ্রির জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য এবারে সর্বমোট এক হাজার ৫২৫টি আসন রয়েছে। এছাড়াও অতিরিক্ত ৮০টি আসন বিদেশি শিক্ষার্থীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে। 

বুধবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও ভর্তি কমিটি ২০২৩-এর সচিব অধ্যাপক ড. মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এবার বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে দেশের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। অপরদিকে মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৩.০০ করে মোট ৬.৫০ ও ৬.০০ থাকতে হবে।

এক্ষেত্রে জিএসটি ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩৫ নম্বর পেতে হবে। তবে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ৩০ নম্বর পেতে হবে। এছাড়াও অন্যান্য তথ্য ও শর্তসমূহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেয়া নোটিশে দেখা যাবে।


সর্বশেষ সংবাদ