বুয়েট শিক্ষার্থী সানির মৃত্যুর প্রতিবেদন দাখিল ৬ ফেব্রুয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩, ০১:৪৮ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৩, ০১:৪৮ PM
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানির দোহারের মৈনটঘাটে পদ্মার পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল বুধবার (১১ জানুয়ারি)। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় এদিন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. কামরুন্নাহারের আদালত এ আদেশ দেন। আদেশে প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।
শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, মো. রুবেল, মো. সজীব, মো. নুরুজ্জামান, মো. নাসির, মো. মারুফ, মো. আশরাফুল আলম, মো. জাহাঙ্গীর হোসেন লিটন, মো. নোমান, মো. জাহিদ, এটিএম শাহরিয়ার মোমিন, মো. মারুফুল হক ও রোকনুজ্জামান ওরফে জিতু এ মামলার আসামি। এখন পর্যন্ত এ মামলার ১৫ আসামি কারাগারে রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একসঙ্গে ১৫/১৬ যুবক পদ্মা নদীতে ঘুরতে যায় গত বছরের ১৪ জুলাই। ঐদিন সন্ধ্যার পর সানি নামে ওই বুয়েট শিক্ষার্থী নিখোঁজ হলে রাতেই স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে দোহার থানা পুলিশ। এরপর ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা ১৫ জুলাই সকালে সানির মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ১৫ জুলাই বিকেলে সানির বড় ভাই হাসাদুজ্জামান একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছিল ১৫ জনকে।