বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে র্যাব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:০২ PM , আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:০৪ PM
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যু সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়ে ব্রিফ করবেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
গত ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ‘হত্যা করে লাশ গুম’ করার অভিযোগে রামপুরা থানায় মামলা হয়।
ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে ওই মামলা করেন। মামলার পর গত ১০ নভেম্বর ফারদিন নূর পরশকে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেফতার করা হয়।