রাবিপ্রবিতে নতুন রেজিস্ট্রারের যোগদান
- রাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৮:২৬ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২২, ১০:৪০ PM
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) পদে যোগদান করলেন মোহাম্মদ ইউসুফ। আজ রবিবার (১১ ডিসেম্বর) রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতারের কার্যালয়ে রেজিস্ট্রার পদে যোগদান করেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
আরও পড়ুন: ইবি কর্মকর্তাদের বেতন বৃদ্ধিতে অনিয়ম পেয়েছে ইউজিসি
যোগদান করার পর নবনিযুক্ত রেজিস্ট্রার “বঙ্গবন্ধু ম্যুরালে” পুস্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রক্টর জুয়েল সিকদারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোহাম্মদ ইউসুফ দীর্ঘ ৪৩ বছর যাবৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকুরী করেন, তন্মধ্যে উপ-রেজিস্ট্রার (প্রশাসন) পদে সুদীর্ঘ ২১ বছর যাবৎ কর্মরত ছিলেন।