বুয়েট কুয়েট রুয়েটের পর যবিপ্রবিতে হুয়াওয়ের আইসিটি একাডেমি

যবিপ্রবির সাথে সমঝোতা স্মারক সই করেছে হুয়াওয়ে
যবিপ্রবির সাথে সমঝোতা স্মারক সই করেছে হুয়াওয়ে   © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাথে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড। এ সমঝোতার আওতায় টেক জায়ান্ট হুয়াওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একটি আইসিটি একাডেমি প্রতিষ্ঠা করবে।

বুধবার (১২ অক্টোবর) যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই হয়। যবিপ্রবির পক্ষে সমঝোতা স্মারকে সই করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ আহসান হাবীব এবং হুয়াওয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন প্রতিষ্ঠানটির চ্যানেল সেলসের পরিচালক ঝ্যাং চেং। দুই প্রতিষ্ঠানের মধ্যে মধ্যস্থতা করেন যবিপ্রবির আইসিটি সেলের পরিচালক ড. ইমরান খান।

সমঝোতার ফলে প্রশিক্ষকদের সাথে যোগাযোগ করার সুযোগ পাবেন যবিপ্রবির শিক্ষার্থীগণ। দুই প্রতিষ্ঠান মিলিত হয়ে আইসিটি ভিত্তিক বিভিন্ন কোর্স পরিচালনা করবে। যা পরিচিত হবে হুয়াওয়ে-যবিপ্রবি আইসিটি একাডেমি নামে। এই প্রক্রিয়ায় শিক্ষার্থীরা চাকরির বাজারের জন্য নিজেদের উপযুক্ত করে তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে ফ্রান্সে উচ্চশিক্ষা, আবেদন শেষ ১০ জানুয়ারি

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলাদেশের তরুণ আইসিটি শিক্ষার্থীরা যেন বিশ্ব পেশাবাজারে নিজেদের জায়গা করে নিতে পারে, সেই লক্ষ্যে বিশেষ আইসিটি একাডেমি পরিচালনা করতে চায় হুয়াওয়ে।

সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে আইসিটি একাডেমি-অপারেশন এবং ক্যারিয়ায়ের সুবিধা বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান ড. মো. তানভীর হাসান, আইসিটি সেলের পরিচালক ড. ইমরান খান, হুয়াওয়ে বাংলাদেশ লিমিটেডের জনসংযোগ প্রতিনিধি এবং সাবেক মানবসম্পদ বিভাগের পরিচালক তৌহিদুল হাসান প্রমুখ।

পাশাপাশি, যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনগণ, চেয়ারম্যানগণ, দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে হুয়াওয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সাথেও আইসিটি একাডেমি স্থাপনের জন্য সমঝোতা স্মারক সই করে। বর্তমানে হুয়াওয়ে যুক্তরাজ্য, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ বিশ্বের ৯০টি দেশে ১৫০০-এর বেশি প্রশিক্ষক দ্বারা তাদের আইসিটি একাডেমি পরিচালনা করছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence