আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় ও ডিবিএল গ্রুপের চুক্তি স্বাক্ষরিত

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ডিবিএল গ্রুপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার  (১৫ সেপ্টেম্বর) চুক্তিতে সই করেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ ফাজলী ইলাহীর উপস্থিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ডিবিএল গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানটির ভাইস-চেয়ারম্যান মো. আব্দুর রহিম।

এছাড়া চুক্তিতে সই করেন বিশ্ববিদ্যালয়ের পক্ষে টেক্সটাইল বিভাগের প্রধান প্রফেসর ড. লাল মোহন বড়াল ও সহযোগী অধ্যাপক মো. রুহুল আমিন। ডিবিএল গ্রুপের পক্ষে সই করেন জেনারেল ম্যানেজার কামরুল হাসান ও ওডি অ্যান্ড লার্নিং-এর এজিএম আহমেদ তানভির আনাম। 

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন কাতার ইউনিভার্সিটিতে

এ সময় টেক্সটাইল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের দুই মাসব্যাপী ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্ট-এর সঙ্গে সঙ্গে সফট স্কিল ডেভেলপমেন্টসহ কর্মক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবে শিক্ষার্থীদের। 


সর্বশেষ সংবাদ