শিক্ষার্থীদের তথ্য দিয়ে আবেদন করছে প্রতারক চক্র, সতর্ক করল বোর্ড

শিক্ষার্থী
শিক্ষার্থী  © ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তিতে একটি চক্র শিক্ষার্থীদের তথ্য দিয়ে ভর্তির আবেদন করছে। এই চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

শনিবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি কার্যক্রমে কিছু প্রতারক চক্র সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের থেকে সুকৌশলে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার তথ্য সংগ্রহ করে তাদের অনুমতি ব্যতীত অনলাইনে ভর্তির আবেদন করছে। শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য সতর্ক করা যাচ্ছে।

বিজ্ঞিপ্তিতে আরো বলা হয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণায় জড়িত এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রতারণায় কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত ২৬ মে সকাল ৯টা থেকে অনলাইনে কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। তবে সার্ভার জটিলতার কারণে একদিন পর ২৭ মে থেকে আবেদন শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করেছেন।

 

সর্বশেষ সংবাদ