বাংলাদেশ কর্ম কমিশনের বিজয় দিবস উদযাপন

  © টিডিসি ফটো

বিভিন্ন কর্মসূচির মধ্য বাংলাদেশ কর্ম কমিশন মহান বিজয় দিবস উদযাপন করেছে। আজ রবিবার সকাল নয়টায় বিজয় দিবসের কর্মসূচির শুরু হয়।  কর্মসূচির শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং মুক্তিযুদ্ধে শহীদ কর্মকর্তা কর্মচারীদের স্মরণে নির্মিত স্মৃতিফলক ‘মৃত্যুঞ্জয়ীর’ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে কমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ সচিবালয়ের ৭১ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব ও.এন.সিদ্দিকা খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক। তিনি তার বক্তৃতায় বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের সবার কর্মপ্রেরণার উৎস। আমরা যা কিছু করবো তা আমাদের দেশ মাতৃকার কথা স্মরণ রেখে করবো। মুক্তিযুদ্ধকে স্মরণ করার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ তৈরির স্বপ্ন দেখবো । এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!