ফেসবুক, টুইটার, ইউটিউব নিষিদ্ধ করেছে রাশিয়া
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৮:১১ AM , আপডেট: ০৮ মার্চ ২০২২, ০৬:২২ PM
নিজ দেশে ফেসবুক, টুইটার ও ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর দেশটিতে এই পরিষেবাগুলো নিষিদ্ধ করে দেয়।
নিয়ন্ত্রকের ওয়েবসাইটে একটি বার্তায় বলা হয়েছে , যেদিন রাশিয়া তার আক্রমণ শুরু করেছিল সেদিন (২৪ ফেব্রুয়ারি) প্রসিকিউটর জেনারেল অফিসের সিদ্ধান্তের ভিত্তিতে টুইটারে অ্যাকসেস সীমিত করা হয়েছিল।
ইউটিউব, টুইটার এবং ফেসবুক হল রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম।
আরও পড়ুন: একদিনে দুই কিংবদন্তির বিদায়, সকালে মার্শ-সন্ধ্যায় ওয়ার্ন
ফেসবুক বলেছে রাশিয়ার এমন পদক্ষেপ লক্ষ লক্ষ মানুষকে নির্ভরযোগ্য তথ্য এবং তাদের মতামত শেয়ার করার একটি প্ল্যাটফর্ম থেকে দূরে সরিয়ে দেবে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, ‘শিগগির লক্ষ লক্ষ সাধারণ রাশিয়ান নিজেদেরকে নির্ভরযোগ্য তথ্য থেকে বিচ্ছিন্ন দেখতে পাবে... এবং কথা বলা থেকে নীরব হয়ে যাবে।’
ফেসবুকের মূল সংস্থা মেটা জানিয়েছে, তবে দেশটিতে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এখনও কাজ করছে।
এদিকে এক প্রতিবেদনে তাস নিউজ এজেন্সি জানিয়েছে, শুক্রবার রাশিয়ার যোগাযোগ তদারকি সংস্থা রোসকোমনাডজোর টুইটার ব্যবহার সীমিত করেছে।
অন্যদিকে ইন্টারফ্যাক্স এবং আরআইএ নভোস্তি সংবাদ সংস্থার মতে, ২৪ ফেব্রুয়ারি থেকে অভিশংসক প্রধানের অনুরোধে রাশিয়ায় টুইটার ব্যবহার সীমাবদ্ধ করা হয়েছে।