বিপিএটিসিতে বিজ্ঞান জাদুঘরের ভ্রাম্যমাণ প্রদর্শনী

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রদর্শনী
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের প্রদর্শনী  © সংগৃহীত

সাভারস্থ বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী ও মহাকাশ পর্যবেক্ষণের আয়োজন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

গত সোমবার (৩১ জানুযারি) আয়োজিত ভ্রাম্যমাণ কর্মসূচিতে বিজ্ঞান ও প্রযুক্তির আধুনিক উদ্ভাবন এবং প্রকৃতির রহস্যে পরিপূর্ণ প্রদর্শনী উপস্থাপন করা হয়। এছাড়া টেলিস্কোপের মাধ্যমে দর্শনার্থীরা বৃহস্পতি গ্রহ, লুব্ধক নক্ষত্র ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুন: নিপুনের ভর্তির জন্য নেয়া সুদের টাকা পরিশোধ করলেন আসাদুজ্জামান নূর

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, সরকারী কর্মকর্তারা উন্নয়ন কর্মকাণ্ড, আইন-কানুন ও প্রশাসনিক বহু মাত্রিক কার্যক্রমে অংশগ্রহণ করে। তাদের কাছে জ্ঞান-বিজ্ঞান জগতকে উন্মোচন করা এবং মহান আল্লাহ্‌র অনন্য নিদর্শন নভোমন্ডলের ধারণা উপস্থাপনের উদ্দেশ্যে এ ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীতে বিজ্ঞান জাদুঘরের একটি ৪ডি মুভি বাস, একটি অবজারভেটরি বাস ও বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তারা অংশগ্রহণ করে।

এতে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এর এসিএডি কোর্সের সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করে।


সর্বশেষ সংবাদ