ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

শরী‘আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত
শরী‘আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত  © সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।  

ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ সভায় সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন কমিটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফীক, সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ অন্যান্য সদস্যরা।  

সভায় ব্যাংকের কার্যক্রম শরী‘আহ পরিপালন নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়। ব্যাংকের বিভিন্ন কার্যক্রম শরী‘আহ নীতিমালার আলোকে পরিচালিত হচ্ছে কিনা, তা নিয়ে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। এছাড়া, ভবিষ্যতে ব্যাংকের কার্যক্রম আরও সুসংগঠিত ও শরী‘আহ সম্মতভাবে পরিচালনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।  

সভায় ব্যাংকের সেবা ও পরিচালনা ব্যবস্থাকে আরও উন্নত করতে শরী‘আহ পরিপালনের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।


সর্বশেষ সংবাদ