বিশ্বজুড়ে অচল ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ AM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ AM
মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ আচমকাই ডাউন হয়ে পড়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত ১২টার পর বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী এই সমস্যা সম্মুখীন হন। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকম এ তথ্য জানায়।
ডাউনডিটেক্টর ডটকম জানায়, ফেসবুকে প্রবেশ করতে সমস্যা জানিয়েছেন ১০ হাজারেরও বেশি ব্যবহারকারী। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ৭ হাজার ৫০০টিরও বেশি অভিযোগ করেছেন এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে ১০ হাজারেরও বেশি মানুষ সমস্যায় পড়েছেন। এছাড়া, মেসেঞ্জার ব্যবহারকারীদেরও সমস্যা দেখা দিয়েছে, যেখানে ১৪ হাজারেরও বেশি ব্যবহারকারী মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে বার্তা পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না।
বিশ্বব্যাপী এই সমস্যা দেখা দেওয়ার পর, মেটা প্ল্যাটফর্মের মেসেজিং সেবা এবং হোয়াটসঅ্যাপের সাথে সম্পর্কিত অসংখ্য অভিযোগ জমা পড়েছে। ব্যবহারকারীরা জানাচ্ছেন, তাদের যোগাযোগ স্থগিত হয়ে যাওয়ার কারণে বিভিন্ন ব্যবসায়িক এবং ব্যক্তিগত কার্যক্রমে বিঘ্ন ঘটছে।
এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মেটা কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে ভবিষ্যতে এটি সমাধান করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেটার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা সময়সীমা ঘোষণা করা হয়নি, যখন এই সেবাগুলোর পুনরায় কার্যক্রম শুরু হবে।
এর আগে চলতি বছর মার্চ এবং এপ্রিল মাসে ঘণ্টাখানেকের জন্য অচল হয়ে গিয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেটার নতুন পরিষেবা থ্রেডস। ব্যবহারকারীদের কথায়, ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাআপনি লগ আউট হয়ে যায়। এই দুই সমাজমাধ্যম ব্যবহারকারীরা মেসেজ পান আবার লগ ইন করার। কিন্তু তাতে সমস্যা মেটেনি। অতীতেও মেটা এমন পরিষেবা বিঘ্নের সমস্যার মুখোমুখি হয়েছিল। ২০২১ সালে প্রযুক্তিগত সমস্যার কারণে মেটাধীন সমস্ত সমাজমাধ্যম অচল হয়ে পড়েছিল। প্রায় সাত ঘণ্টা পরিষেবা বন্ধ ছিল। এর পরেও নানা সময় প্রযুক্তিগত কারণে ব্যহত হয়েছে মার্ক জাকার্বাগের মালিকানাধীন মেটার নানা পরিষেবা।