নিজ প্রতিষ্ঠানে অ্যাপল পণ্য নিষিদ্ধ করার হুমকি ইলন মাস্কের
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ জুন ২০২৪, ০৩:৫০ PM , আপডেট: ১৫ জুন ২০২৪, ০৩:৫৫ PM
ইলন মাস্ক প্রযুক্তির সাথে তার উদ্ভট সব কাজের জন্য বেশ আলোচিত। আইফোন ও আইপ্যাডে চ্যাটজিপিটি যুক্তের ঘোষণার পর অ্যাপলের ডেটা নিরাপত্তার ইস্যুতে হুমকি দিলেন ইলন মাস্ক। অ্যাপল তার সব যন্ত্রে চ্যাটজিপিটি যুক্ত করলে নিজের সব প্রতিষ্ঠানে অ্যাপলের পণ্য ব্যবহার নিষিদ্ধ করবেন বলে জানান তিনি।
সোমবার (১০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে এই হুমকি দেন তিনি।
সম্প্রতি নিজেদের ডেভেলপার সম্মেলনে নিজেদের বিভিন্ন প্রযুক্তি ও পণ্যে ওপেনএআইয়ের তৈরি চ্যাটজিপিটি যুক্তের ঘোষণা দিয়েছে অ্যাপল। এ বিষয়ে ইলন মাস্ক এক্স পোস্টে লেখেন, ‘যদি অ্যাপল ওএস (অপারেটিং সিস্টেম) ওপেনএআইয়ের সঙ্গে সংযুক্ত হয়, তাহলে আমার কোম্পানিগুলোতে অ্যাপল ডিভাইসগুলো নিষিদ্ধ করা হবে।
ইলন মাস্ক আরও লেখেন, ‘অ্যাপল যেখানে নিজস্ব এআই সিস্টেম তৈরি করতে পারে না, তারা কীভাবে ওপেনএআই ব্যবহার করে আপনার (ব্যবহারকারীর) গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করবে? এটি স্পষ্টতই অযৌক্তিক।’
টেসলার এই প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘অ্যাপলের কোনো ধারণা নেই যে, তারা ওপেনএআইয়ের হাতে আপনার (ব্যবহারকারীর) ডেটা তুলে দেওয়ার পর কী হবে। তারা আপনার সঙ্গে প্রতারণা করছে।’