বাজারে উঠেছে নতুন আলু, প্রতি কেজি ২০০

নতুন আলু
নতুন আলু  © সংগৃহীত

বাজারে উঠতে শুরু করেছে নতুন আলু। দিনাজপুরের বাজারে প্রতি কেজি আলু খুচরা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা কিনছেন ১২০টাকা কেজিতে। আজ শনিবার দিনাজপুরের বিভিন্ন বাজরে এ দামে আলু বিক্রয় করতে দেখে গেছে। গত বছর নবান্ন উপলক্ষে বাজারে উঠা নতুন আলু বিক্রি হয়েছিল ৪০০ টাকা কেজি দরে।

বাজার ঘুরে দেখা গেছে, নতুন দেশি জাতের আলু খুচরা বিক্রি হয়েছে সর্বোচ্চ ২০০ টাকা কেজি। আর সর্বনিম্ন বিক্রি হয়েছে ১৪০ টাকায়। বছরের নতুন সবজি ও নবান্ন উৎসবকে সামনে রেখে আলুর দাম বেশি বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। আজ শনিবার সকালে রেলবাজারে ২০ কেজি ও বাহাদুর বাজারে ৫০ কেজির মতো আলু আমদানি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছন।

কাঁচামাল ব্যবসায়ী রাকিব সরদার বলেন, এক আলু চাষী থেকে ২০ কেজি আলু ১২০ টাকা দরে কিনেছি। ১৪০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। নবান্ন উপলক্ষে নতুন আলুর বেশ চাহিদা বেশি হওয়ায় দাম বেশি।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে বাজারে আগাম জাতের নতুন আলু পাওয়া যাবে। তখন দামও কমে যাবে।


সর্বশেষ সংবাদ