ইসলামী ব্যাংকের ‘ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানুয়াল’-এর মোড়ক উন্মোচন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ০৯:২৫ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৫, ০৯:২৫ PM

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স ম্যানুয়াল ভার্সন-৩.০৬-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (৪ মার্চ) ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন।
এসময় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মো. আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, মো. আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামালউদ্দিন মজুমদার, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়েন্স উইং প্রধান মো. মাকসুদুর রহমান এবং অডিট অ্যান্ড ইনস্পেকশন ডিভিশনপ্রধান মোহাম্মদ ওবায়দুল্লাহসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।