বন্যা কবলিত প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাউশি

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর  © ফাইল ছবি

দেশের বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিষয়ে সার্বিক তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বুধবার (১৬ আগস্ট) সংস্থাটির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর সহকারী পরিচালক লাইলুন নাহার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে এসব অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তিনদিন বন্ধ রাখাসহ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে মাউশি’র আওতাধীন জেলা/উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত থাকলে তার তথ্য এবং শিক্ষার্থীর তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং এর ই-মেইলে director.mew@gmail.com আগামী ২২ আগস্টের মধ্যে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ