সব শিক্ষককে ধন্যবাদ জানাল মাউশি

মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

জাতীয় শিক্ষক দিবস উদযাপনে সহযোগিতা করায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২ নভেম্বর) মাউশির মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

চিঠিতে বলা হয়, ‘‘গত ২৭ অক্টোবর ২০২২ তারিখে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসবমুখরভাবে শিক্ষক দিবস-২০২২ উদযাপিত হয়। ঢাকায় অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাসহ প্রেরিত নির্দেশনা অনুযায়ী সারাদেশে বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করায় সকল পর্যায়ের শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’’

চিঠিতে আরও বলা হয়, ‘‘আপনাদের এই আন্তরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছি। এই সহযোগিতা দেশের শিক্ষার উন্নয়নে আমাদের সকল প্রচেষ্টাকে সহজতর করবে বলে আমাদের বিশ্বাস। অবশেষে আপনাদের জন্য শুভকামনা।’’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence