ঢাবির অধিভুক্ত থেকেই সমাধান চান সাত কলেজের শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ আগস্ট ২০১৯, ১১:৫৭ AM , আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ১১:৫৭ AM
সাত কলেজ নিয়ে কোনো অবৈজ্ঞানিক সিদ্ধান্ত নিলে রাজধানী ঢাকা শহর অচল করে দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাত কলেজ আন্দোলনের সমন্নয়ক আবু বকর।
লিখিত বক্তব্যে তিনি বলেন পূর্ব পরিকল্পনা ছাড়াই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে। এতে দুই বছরের সেশন জট তৈরি হয়েছে। এ কারণে সেশন জট, ফল বিপর্যয়সহ ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সমাধানের আশ্বাস দিয়েছে।
আবু বকর বলেন, আন্দোলন অ্যাকাডেমিক সমস্যা সমাধানের জন্য করা হয়েছে এবং তার সমাধানের দিকে যাচ্ছে। এরইমাঝে একটি কুচক্রী মহল অধিভুক্তি বাতিলের দাবিতে মাঠে নেমেছে। অধিভুক্তি বাতিল হলে মারাত্মক সমস্যা তৈরি হবে। অধিভুক্তি বাতিল নয় আমরা সমস্যার সমাধান চাই।
এসময় তিনি আরও বলেন, সাত কলেজ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো অবৈজ্ঞানিক বা হঠকারী সিদ্ধান্ত নেয় তাহলে সদরঘটা থেকে মহাখালী পুরো ঢাকা শহর অচল করে দেয়া হবে। এসময় সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে কোন তালবাহানা চলবে না বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।