মায়ের সঙ্গে অভিমান করে কবি নজরুল কলেজ ছাত্রের আত্মহত্যা

১৩ জুলাই ২০২২, ০৬:০৪ PM
কবি নজরুল সরকারি কলেজ

কবি নজরুল সরকারি কলেজ © ফাইল ছবি

রাজধানীর একটি বাসায় অভিষেক ভদ্রা শুভ (২৪) নামের কবি নজরুল সরকারি কলেজের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়েছেন। মায়ের সঙ্গে অভিমানে করে তিনি গলায় ফাঁস দেন বলে তার পরিবার জানিয়েছে।

তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। বর্তমানে উত্তর মুগদার একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন অভিষেক।

আজ বুধবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এখানে ১০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা দিকে তার মৃত্যু হয়।

নিহত অভিষেকের বাবা বুলু চন্দ্রা ভদ্রা বলেন, আমার ছেলে কবি নজরুল সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিল। আজ তার মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি বলেন, কী কারণে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এ বিষয়ে কিছু বলতে পারবো না। কথা কাটাকাটির এক পর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে প্লাটিনাম জুবলি উৎসব
  • ০৮ জানুয়ারি ২০২৬
কাল প্রাথমিকের পরীক্ষায় বসছেন প্রায় ১১ লাখ প্রার্থী, মানতে …
  • ০৮ জানুয়ারি ২০২৬
ফেলোশিপ নিয়ে স্নাতকোত্তর করুন সুইজারল্যান্ডে
  • ০৮ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের সমন্বিত ফল প্রকাশ
  • ০৮ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের মিশিগানে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
  • ০৮ জানুয়ারি ২০২৬
বুটেক্সের ভর্তি পরীক্ষা আগামীকাল; পরীক্ষা হবে চার কেন্দ্রে
  • ০৮ জানুয়ারি ২০২৬