স্কুলের ‘বাথরুমে ঝুলছিল’ ছাত্রের নিথর দেহ

টাঙ্গাইলের সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে এক ছাত্রের ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধার করা হয়েছে
টাঙ্গাইলের সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে এক ছাত্রের ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধার করা হয়েছে  © সংগৃহীত

টাঙ্গাইলের সৃষ্টি স্কুলের আবাসিক ভবন থেকে এক ছাত্রের ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। সোমবার (২০ জুন) সন্ধ্যায় শিহাব (১২) নামে পঞ্চম শ্রেণির ওই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শিহাব সখিপুরের বেরবাড়ি এলাকার প্রবাসী ইলিয়াস হোসেনের ছেলে। তার ফুপাতো ভাই আল আমিন সিকদার জানান, গত জানুয়ারিতে শিহাবকে স্কুলের আবাসিকে ভর্তি করা হয়। হঠাৎ স্কুল থেকে তার অসুস্থতার খবর দেওয়া হয়। কর্তৃপক্ষ বলে, সিএনজি দুর্ঘটনায় আহত হয়েছে শিহাব।

তিনি আরো বলেন, স্কুলে ঢুকতে না দিয়ে আমাদের হাসপাতালে যেতে বলা হয়। হাসপাতালে গিয়ে শুনি শিহাব মারা গেছে। স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, আবাসিকের বাথরুমে ঝুলন্ত অবস্থায় শিহাবকে দেখেন তারা। সেখান থেকে হাসপাতালে আনা হয়।

আরো পড়ুন: মাকেসহ মারধর শিক্ষক প্রেমিকের, পরে পাওয়া গেল ছাত্রীর ঝুলন্ত লাশ

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে শিহাবের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ