শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে ৪ জনের কারাদণ্ড

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে (প্রক্সি) পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে পটুয়াখালীতে ৪ জনকে আটকের পর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ জুন) দুপুরে পটুয়াখালী সরকারি জুবিলী স্কুল কেন্দ্রে ও পলিটেকনিক কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন মো. পাভেল (২৬), মো. জাহিনুর মুন্সি জাহিদ (২৯), মো. মনোয়ার হোসেন (২৮) এবং এনামুল হক ইমনকে (২৯) । এদের মধ্যে মনোয়ার হোসেন ও ইমনকে ১ মাস এবং পাভেল ও জাহিদ মুন্সিকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মে মাসে সড়ক দুর্ঘটনায় ৪৪৪ শিক্ষার্থীর মৃত্যু

জুবিলী স্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নেওয়ার অভিযোগে ২ জনকে শনাক্ত করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল হেলাল তাদের কারাদণ্ড দেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল জানান, নিয়োগ পরীক্ষা শুরু পর এদের সন্দেহ হলে আটক করা হয়। পরে প্রক্সির সত্যতা পাওয়া গেলে তাদের সাজা দিয়ে কারগারে পাঠানো হয়।


সর্বশেষ সংবাদ