শবে বরাতের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে গুলিবিদ্ধ তরুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ মার্চ ২০২২, ১১:৫৫ AM , আপডেট: ১৯ মার্চ ২০২২, ১১:৫৫ AM
শবে বরাতের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে এক তরুন গুলিবিদ্ধ হয়েছেন। আহত মেহেদী হাসান শিহাব ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ।ড মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে শিহাবের ওপর হামলা করা হয়। মেরে ফেলার উদ্দেশে শিহাবকে দুইবার গুলি করা হয়। একবার লক্ষ্যভ্রষ্ট হলেও বুকের বাম পাশে আরেকটি গুলি লাগে।
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথেই শিহাবের পথ আটকে দেয় কয়েকটি মোটরসাইকেল। মোটরসাইকেলের আরোহীরা পথ আটকিয়েই শিহাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর শিহাবের চিৎকারে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন- ছাত্রাবাসে পাওয়া গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ
শিহাবের বাবা নজরুল ইসলাম বলেন, তার ছেলে হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তারা।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হাসান বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।