আমাদের স্বপ্ন, সুখ ধুলোর মতো উড়ে গেল: নুসরাতের ভাইয়ের স্ট্যাটাস

  © ফাইল ফটো

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের পর আগুনে পুড়িয়ে হত্যার এক বছর পূর্ণ হলো আজ (১০ এপ্রিল)।

মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার না করায় গত বছরের ৬ এপ্রিল পরীক্ষার কেন্দ্র থেকে ছাদে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে নুসরাতকে হত্যার চেষ্টা করে তার সহপাঠীরা। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এদিকে নুসরাত হত্যার এক বছর পূর্ণ হওয়ায় বোনকে নিয়ে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছে নুসরাতের ভাই ও মামলার বাদী মাহমুদুল হাসান নোমান। নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য নোমানের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আজকের এই দিনে পুড়িয়ে হত্যা করা হয় ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফিকে। বোনের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান। তিনি আলোচিত নুসরাত হত্যা মামলার বাদীও। নুসরাত জাহান রাফির বড় ভাইয়ের স্ট্যাটাসটি পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

‘আজ ১০ এপ্রিল আমাদের প্রাণ প্রিয় ছোট বোন ,আমাদের পরিবারের দু' চোখের মনি নুসরাতের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের এই দিন সবাইকে শোকের সাগরের ভাসিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে প্রিয় বোন নুসরাত। দেশের আর ৮/১০ সাধারণ পরিবারের মতোই আমাদের পরিবার। আমরা সবাই অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস একটি কালবৈশাখীর ঝড়ের মতো ঝড় এসে আমাদের সকল স্বপ্ন, সুখ ধুলোর মতো উড়িয়ে নিয়ে গেল। নুসরাতের ওপর সহিংস ঘটনার পর জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পরিবারকে আগলে রেখেছেন ,মমতাময়ী মায়ের মতো পাশে দাঁডিয়েছেন। আমরা আজীবন উনার প্রতি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ পিএম।’

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, মাননীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, লে: জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর প্রতিও কৃতজ্ঞ।’

‘মাননীয় পিবি আই এর ডিআইডি বনোজ কুমার স্যার, মাননীয় পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী , জেলা আওয়ামী সভাপতি বিজ্ঞ আইনজীবী এডভোকেট আকরামুজ্জামান, পিপি হাফেজ আহম্মদ, এডভোকেট শাহজাহান সাজু , দেশের সুনামধন্য ব্যবসায়ী নিজাম উদ্দিন চৌধুরী, সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ,দেশের সকল গণমাধ্যম কর্মী, পুলিশ প্রশাসন সহ সমগ্র দেশবাসীর নিকট কৃতজ্ঞ।’ আপনারা আমাদের জন্য দোয়া করবেন,মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হোক!


সর্বশেষ সংবাদ