দিনাজপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাই
- দিনাজপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৮:৩৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৯:০৭ AM
দিনাজপুর-বিরল সড়কের বানিয়াপাড়ায় দিনের বেলায় প্রকাশ্যে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক ব্যবসায়ী। বুধবার (২৫ জুন) দুপুরে সড়কটি দিয়ে যাওয়ার সময় তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইকারীরা তার কাছ থেকে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে জানা গেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মঈনুল হোসেন বিরল উপজেলার পাকুড়া গ্রামের বাসিন্দা এবং ধান, চাল ও ভুট্টা ব্যবসায়ী হিসেবে পরিচিত।
আরও পড়ুন: ঢাবি ক্যাম্পাস সংলগ্ন তিন নেতার মাজার এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে
বিরল থানার ওসি আব্দুস সবুর জানান, দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে এনআরবিসি ব্যাংক থেকে ৩৪ লাখ টাকা উত্তোলন করে মঈনুল হোসেন মোটরসাইকেলে করে দিনাজপুর শহরের উদ্দেশে রওনা দেন। পথে বিরল উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে মহাজন বাড়ির অদূরে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে।
চোখের পলকে তারা ধারালো অস্ত্র বের করে মঈনুল হোসেনকে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। মঈনুল চিৎকার করলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী বলেন, ‘পেছন দিক থেকে তিনটি মোটরসাইকেল এসে হঠাৎ আমার সামনে এসে দাঁড়ায়। তারা টাকার ব্যাগ দাবি করে, না দিলে অস্ত্র বের করে ভয় দেখায়। আমি বাধা দিলে তারা জোর করে ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।’
খবর পেয়ে বিরল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিরল থানার ওসি আরও বলেন, ‘ভুক্তভোগীর কাছ থেকে মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’