সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলার আসামীসহ আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত পাঁচ নেতা
আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত পাঁচ নেতা   © টিডিসি সম্পাদিত

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (২৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—শুকতাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবেদ আলী শেখ (৫২), রমনা ও হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ পারভিন শিমু (৪২), ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও মহানগর উত্তর যুবলীগের কর্মী জাকির হোসেন সাগর (৪৩), মিরপুর থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর বাদল (৫০) এবং উত্তরা থানা আওয়ামী লীগের কর্মী মনিরুল ইসলাম (৩৮)।

ডিবি জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ধানমন্ডি এলাকা থেকে আবেদ আলী শেখকে এবং রাত নয়টার দিকে বাংলামোটর থেকে মমতাজ পারভিন শিমুকে গ্রেপ্তার করা হয়। আবেদ আলী শেখ গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

একই রাতে বনানী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় জাকির হোসেন সাগরকে। ডিবি সূত্র জানায়, জাকির গুলশানে ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন বলে স্বীকার করেছেন। ২০১৫ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারেও তার নাম রয়েছে।

এরপর দিবাগত রাত প্রায় দুইটার দিকে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয় এম আর বাদলকে। উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় মনিরুল ইসলামকে, সে গত ১৮ এপ্রিল বিমানবন্দর এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে ডিবি।

গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence