ঢাবিতে ছবি তুলে দেওয়ার কথা বলে মোটরসাইকেল চুরি, গ্রেপ্তার ১
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:২০ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ১০:২০ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ছবি তুলে দেওয়ার কথা বলে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনায় চুরি হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টায় বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন মো. সজিব খান (২৪)। রবিবার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
থানা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে মো. শামীম নামের একজন তার ব্যবহৃত কালো রঙের হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেল নিয়ে অবস্থান করছিলো। তখন সেখানে সজিব এসে মোটরসাইকেলটি তার পছন্দ হয়েছে বলে ছবি তোলার জন্য শামীমের কাছে মোটরসাইকেলের চাবি চায়। শামীম সরল বিশ্বাসে সজীবের কথামতো মোটরসাইকেলের চাবি দেয়। তখন সজিব শামীমকে মোটরসাইকেলসহ তার ছবি ও ভিডিও করে দিতে অনুরোধ করে। তার অনুরোধে শামীম সজিবের ছবি তুলতে ও ভিডিও করতে থাকে। ভিডিও করার একপর্যায়ে সজীব কৌশলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শামীমের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সজীবের অবস্থান শনাক্ত করে শাহবাগ থানা পুলিশ। এরপর ১৯ এপ্রিল সকালে বরিশাল জেলার বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারের সময় তার হেফাজত হতে চুরি হওয়া হোন্ডা এক্স ব্লেড মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লক্ষ ৩৩ হাজার টাকা।
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গেছে গ্রেপ্তারকৃত সজিব একজন পেশাদার চোর। সে আগেও একাধিকবার চুরি করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।