জামায়াত নেতা এটিএম আজহারের শুনানি মঙ্গলবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ PM , আপডেট: ২০ এপ্রিল ২০২৫, ০৭:৩৫ PM

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি আগামী ২২ এপ্রিল প্রধান বিচারপতির আদালতে উপস্থাপন করা হবে। আজ রবিবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
ফেসবুক পোস্টে শিশির মনির বলেন, এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মামলার সকল প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ফৌজদারি আপিল নং ৩৮/২০২৫। আগামীকাল ২১ তারিখ মাননীয় প্রধান বিচারপতির আদালতে ২২ তারিখ শুনানির জন্য উপস্থাপন করা হবে। আশাকরি দ্রুতই নিষ্পত্তি হবে ইনশাল্লাহ।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি আজহারুল ইসলামের রিভিউ মঞ্জুর করে আপিলের অনুমতি দিয়ে (লিভ গ্রান্ট করে) ২২ এপ্রিল শুনানির দিন ধার্য করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাচ বিচারপতির আপিল বিভাগ।