কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা সুমিত সাহা গ্রেপ্তার

কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রলীগ সমর্থিত মেডিসিন ক্লাবের সাবেক সভাপতি সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছাত্রজনতার হাতে আটক হন তিনি। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। 

থানা সূত্র জানায়, ৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি জড়িত ছিল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা মামলার ১৪৩/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/৩০৭/ ৪২৭/ ৪৩৬ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা নং ১৫।

প্রত্যক্ষদর্শীরা বলেন, তিনি জুলাইয়ে চার তারিখ মেডিকেলে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত। একারণে তিনি অনেকদিন এদিকে আসতো। আজকে যখন তিনি মেডিকেলের পাশে বসে চা খাচ্ছিল ডাক্তার ও সাধারণ শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে। পরে পুলকে জানানো হলে তারা থানায় নিয়ে যায়। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, হাসপাতালে আগুন দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। কালকে তাকে আদালতে প্রেরণ করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence