চেকপোস্টের ভবন থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৬ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৬ PM

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্টের ভবন থেকে শামীম হোসেন (৩১) নামের পুলিশের এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চেকপোস্টের ইমিগ্রেশন বিভাগে কর্মরত ছিলেন।
আজ শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে সহকর্মীরা ওই নতুন ভবনের শয়নকক্ষের জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হাশেম আলীর ছেলে। ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন। নতুন ভবনের দ্বিতীয় তলায় তিনি একা একটি কক্ষে থাকতেন। সেই কক্ষ থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: আইএইচটি ও ম্যাটস ভর্তি: তৃতীয় মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরুর তারিখ ঘোষণা
পুলিশ ও সহকর্মীরা জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় সহকর্মীরা শামীম হোসেনকে খুঁজতে যান। দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শামীম নামের ইমিগ্রেশন পুলিশের এক সদস্যের ঝুলন্ত মরদেহ অবস্থায় পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’