সন্তানকে ব্যবহার করে ‘ভিউ ব্যবসা’: ‘ক্রিম আপা’র বিরুদ্ধে থানায় মামলা

শারমিন শিলা
শারমিন শিলা  © ভিডিও থেকে সংগৃহীত

ভিউ বাড়ানো আর অনলাইনে আয় বাড়ানোর লোভে দুই শিশুসন্তানকে ক্যামেরার সামনে এনে নানা নির্যাতনের অভিযোগে ‘ক্রিম আপা’ নামে পরিচিত বিউটিশিয়ান শারমিন শিলার বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার সাভারের আশুলিয়া থানায় গতকাল বুধবার (৯ এপ্রিল) রাতে এই মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।

মামলার এজাহারে বলা হয়েছে, শারমিন শিলা আশুলিয়ার বাসিন্দা। পেশায় বিউটিশিয়ান। নিজের তৈরি নানা ধরনের ক্রিম ও মেকআপ সামগ্রী অনলাইনে বিক্রির পাশাপাশি নিয়মিতভাবে দুই সন্তানকে সামনে এনে ভিডিও করেন তিনি। ফেসবুকে ‘ক্রিম আপা’ নামেই পরিচিত শারমিনের এসব ভিডিওর লক্ষ্য থাকে মূলত ভাইরাল হওয়া।

গত ৩০ মার্চ বিকেল চারটার দিকে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, শারমিন শিলা তাঁর দুই বছর বয়সী মেয়েকে এক হাতে মুখে চাপ দিয়ে হাঁ করে কেকজাতীয় কিছু খেতে বাধ্য করছেন। ভিডিওটি ভাইরাল হলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, শারমিন দীর্ঘ এক বছর ধরে ভাইরালের লোভে দুই শিশু সন্তানের সঙ্গে মাতৃসুলভ আচরণের পরিবর্তে করছে উৎপীড়ন, আঘাত, অবহেলা ও নিষ্ঠুর ব্যবহার। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকার ঘটছে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন বলেন, শিশু আইনের ৭০ ধারায় মামলা হয়েছে। শারমিন শিলার বিরুদ্ধে অভিযোগ—তিনি শিশুদের আঘাত করেছেন, উৎপীড়ন করেছেন এবং অশালীনভাবে প্রকাশ করেছেন। তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সাম্প্রতিক সময়ে ‘একাই এক শ’ নামের শিশু সুরক্ষাবিষয়ক সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমানসহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে শারমিন শিলার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। স্মারকলিপির অনুলিপি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরও পাঠানো হয়।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন শারমিন শিলা। ফেসবুক লাইভে এসে তিনি বলেন, “আমি কখনো সন্তানদের নির্যাতন করিনি। যদি করতাম, তাহলে ক্যামেরার সামনেই করতাম না। অনেকে হিংসা করে এসব করছে।” তিনি আরও বলেন, ছেলেকে দিয়ে কিছু ভিডিও বলিয়ে নিলেও পরে সেগুলো মুছে ফেলেছেন।

শারমিন শিলার ‘ক্রিম আপা বিউটি পারলার’ নামে একটি সেলুন রয়েছে সাভারের বাইপাইল এলাকায়। সেখানে তিনি নিয়মিত ক্রিম ব্যবহারের ভিডিও ছাড়াও রান্না, খাওয়া-দাওয়ার ভিডিও আপলোড করে থাকেন। তবে এবার ভিডিওর বিষয়বস্তু নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। এখন সেটিই হয়ে উঠেছে আইনগত পদক্ষেপের কেন্দ্রে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence