খালে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ—চোখ ওঠানো, খুলিতে আঘাত

কেন্দুয়া থানা
কেন্দুয়া থানা  © ফাইল ফটো

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের পাশে খাল থেকে তারা মিয়া (৬২) নামে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) ভোরে স্থানীয় লোকজন সাতার খালি খালের পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম মোস্তফা এবং থানার ওসি মিজানুর রহমান। পুলিশ বলছে, নিহত ব্যবসায়ীর মাথার খুলি আঘাতপ্রাপ্ত রয়েছে। তাঁর ডান চোখ ওঠানো রয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

নিহত তারা মিয়া উপজেলার ওয়াই উত্তরপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে। উপজেলার বাঁশাটি বাজারে তাঁর কাঁচামালের দোকান রয়েছে।

গড়াডোবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ বলেন, শুক্রবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাজার থেকে বেরিয়ে পড়েন তারা মিয়া। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সকালে বাঁশাটি বাজার থেকে ওয়াই যাওয়ার পথে সাতার খালি খালের পাশে তারা মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: কিশোরীকে ১৮ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

তিনি আরও বলেন, রাতে বাড়ি ফেরার পথে কী হয়েছে, তা অনুমান করা যাচ্ছে না। আলামত দেখে এটি সড়ক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। পুলিশ ঘটনা তদন্ত করছে। তারা মিয়ার সঙ্গে কারও শত্রুতা ছিল, এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।

এ বিষয়ে কেন্দুয়া থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ময়নাতদন্ত না হলে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।


সর্বশেষ সংবাদ