যৌথ বাহিনীর অভিযানে গাঁজা-অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক
- ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:১৩ AM , আপডেট: ২১ মার্চ ২০২৫, ১১:১৭ AM

পাবনার চাটমোহরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশি অস্ত্র ও ছয় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বাসা থেকে দেশি অস্ত্র ও ওই গাঁজা উদ্ধার করা হয়।
আটক গাঁজা ব্যবসায়ী রুবিয়া খাতুন (৪৫) উপজেলার নিমাইছড়া ইউনিয়নের মির্জাপুর কলেজপাড়ার মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর স্ত্রী। ইদ্রিস ওই গ্রামের মৃত ঈমান শেখের ছেলে ও একাধিক মাদক মামলার আসামি।
সূত্র জানান, ইদ্রিস ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গুড়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খানসহ চাটমোহর থানা-পুলিশের সদস্যরা মাদক ব্যবসায়ী ইদ্রিস আলীর বাড়িতে অভিযান চালান। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে রুবিয়া খাতুন পালানোর চেষ্টা করলে তাকে আটক করেন সেনাসদস্যরা। প্রায় দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর বাড়িতে রাখা মাটির নিচে পলিথিনে মোড়ানো ছয় কেজি মাদকদ্রব্য (গাঁজা) ও দেশি অস্ত্র দুটি চাপাতি, দুটি ছুরি উদ্ধার করে সেনাবাহিনী। পরে চাটমোহর থানা-পুলিশের সহযোগিতায় তাকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। অপর দিকে ইদ্রিস আলী আগে থেকেই পালিয়ে গেলে তাকে আটক করা যায়নি।
আরও পড়ুন: আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে ড. ইউনূসের বক্তব্য, প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
এ বিষয়ে ভাঙ্গুড়া সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কমান্ডার ক্যাপ্টেন আল-আমিন খান বলেন, প্রায় দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। পরে চাটমোহর থানা-পুলিশের কাছে মাদক ব্যবসায়ীকে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে থানায় নিয়ে এসেছি। গ্রেপ্তার রুবিয়ার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। রুবিয়া এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। গাঁজা ও অস্ত্র উদ্ধারের ঘটনায় চাটমোহর থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রেকর্ড করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তার রুবিয়া খাতুনকে পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে।