দুই ঘণ্টায় ঢামেকে ভর্তি ‘ধর্ষণের শিকার’ ৪ শিশু 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

রাজধানীর মুগদা ও  খিলগাঁও এলাকায় পৃথক ঘটনায় চার শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১২টার মধ্যে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন  ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক

হাসপাতাল সূত্রে জানা গেছে, খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ ধর্ষণের শিকার ১৫ বছরের এক শিশুকে সকাল ১০টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসলে তাকে ভর্তি রাখা হয়েছে। এ ছাড়া মুগদা থানার এসআই তৌহিদুল ইসলাম ১৫ বছরের এক শিশু, এসআই মো. শাফায়েত ১৩ বছরের (সনাতন ধর্মাবলী) এক শিশু এবং আরেক  এসআই মো. আল আমিন ১২ বছরের এক শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে নিয়ে আসেন। তাদের প্রত্যেককেই শারীরিক পরীক্ষার জন্য ভর্তি করেন চিকিৎসকেরা।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে খিলগাঁও থেকে এক শিশু ও মুগদা এলাকা থেকে তিন শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তারা ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রথমে তাদের ওয়ার্ডে ভর্তি দেন। পরীক্ষা–নিরীক্ষা হলে পরে তাদেরকে ওসিসিতে রেফার্ড করা হবে।  


সর্বশেষ সংবাদ