রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ
মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ  © সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের রাঙ্গামাটি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নেতা মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজকে (২৮) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। সোমবার মধ্যরাতে শহরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইমরোজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।

স্থানীয় বাসিন্দারা জানান, মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজ গত ৫ আগস্টের পর থেকে রাঙ্গামাটি শহরে ওএমএস ডিলারে চাল বিক্রি কার্যক্রম চালিয়ে আসছিলেন এবং নিজবাড়িতে অবস্থান করছিলেন। গতকাল রাঙ্গামাটিতে শেখ মুজিবুর রহমানের জন্মদিনে ইফতারসামগ্রী বিতরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন। স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মী তাকে তার বাসায় আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

ওসি সাহেদ উদ্দিন বলেন, ‘আমরা মীর মোহাম্মদ মোসলেহ উদ্দীন ইমরোজকে দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। অবশেষে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে করে গ্রেপ্তার করি।’


সর্বশেষ সংবাদ