মাদ্রাসাছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেপ্তার
- পিরোজপুর প্রতিনিধি
- প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ০৯:১৮ AM , আপডেট: ১৭ মার্চ ২০২৫, ০৯:১৮ AM

পিরোজপুরের ইন্দুরকানীতে এক মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে বাবা দুলাল গাজী (৫০) ও ছেলে হৃদয় গাজীকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, হৃদয় গাজী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে মাদ্রাসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল। গত ২২ জানুয়ারি এক বন্ধুর সহায়তায় মাদ্রাসার সামনে থেকে ছাত্রীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গোপালগঞ্জে তার খালার বাড়িতে যায়।
আরো পড়ুন: তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই নেতাকে বহিষ্কার করল ছাত্রদল
সেখানে একাধিকবার তাকে ধর্ষণ করে। এরপর তার বাবা দুলাল গাজীর সহযোগিতায় নিজের বাড়িতে আটকে রেখে প্রতিদিন ধর্ষণের শিকার করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ওসি মারুফ হোসেন বলেন, মামলার পর বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।