নোয়াখালীতে কলেজছাত্রীকে হেনস্তার ঘটনায় গ্রেফতার ২

আটক রবিন ও আরাফাত হোসেন অন্তর।
আটক রবিন ও আরাফাত হোসেন অন্তর।  © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে (২৩) চলন্ত সিএনজিতে হেনস্তা ও চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে ছিনতাইয়ের ঘটনায় রবিন (২০) এবং আরাফাত হোসেন অন্তর (২৩) নামের দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার নূর হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবকরা হলেন- নাজিরপুর এলাকার রাজুর ছেলে রবিন ও আলাইয়াপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন অন্তর।

র‌্যাব জানায়, গত ১২ মার্চ নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইফতার মাহফিল শেষে সন্ধ্যা ৭টার দিকে মাইজদী বাসায় যাওয়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী সিএনজিতে ওঠে ওই ছাত্রী। কিছু পথ যাওয়ার পর সিএনজির ভেতরে থাকা ৫ জন পুরুষের মধ্যে একজন তার মুখ চেপে ধরে বাকি ৪ জন ভুক্তভোগী ছাত্রীর কোলে বসে। কিছুক্ষণ পর আরও ১ জন সিএনজিতে ওঠলে সবাই মিলে ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা করে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয়। এসময় তারা ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও একটি মোবাইল নিয়ে যায়। মোবাইলের পাসওয়ার্ড ও বিকাশের পাসওয়ার্ড দিতে বাধ্য করে ছাত্রীকে। পরে সিএনজিটি কলেজ গেইট থেকে একলাশপুর বাজার পর্যন্ত প্রায় ৩০ মিনিট বিভিন্ন স্থানে একাধিকবার ইউটার্ন করে ঘুরাতে থাকে। পরে ভুক্তভোগীকে একলাশপুর বাজারের উত্তর পাশের একটি নির্জনস্থানে নিয়ে সিএনজি থেকে নামিয়ে দেয়। এসময় ছাত্রীর চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা সিএনজি নিয়ে পালিয়ে যায়।   

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে, অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence