প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ০৩:২৪ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৫, ০৩:২৪ PM

কুমিল্লার লালমাইয়ে বাক ও শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে তরুণীর বাবা বাদী হয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে লালমাই থানায় মামলা করেছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহারে উল্লেখিত আসামিরা হলেন উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৩৫) ও মৃত রজ্জব আলীর ছেলে বাহার মিয়া (৫০)।
ভুক্তভোগীর পরিবার জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটতে বের হয় তরুণী। এ সময় জাহাঙ্গীর তাকে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সড়কের পাশে একটি দোকানে নিয়ে যান। পরে নির্মাণাধীন একটি ভবনের লেবার রুমে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়।
আরও পড়ুন: ‘ধর্ষণের’ শিকার শিশুটি মারা যায়নি, ফেসবুকে ছড়ানো হচ্ছে গুজব
তরুণীর খালা বলেন, আমি ঘটনাটি জানতে পেরে দ্রুত সেখানে যাই। গিয়ে দেখি জাহাঙ্গীর ও বাহার মিয়া আমার ভাগ্নিকে জোরপূর্বক ধর্ষণ করছে। আমি চিৎকার করলে তারা পালিয়ে যায়।
লালমাই থানার ওসি মো. শাহ আলম বলেন, ঘটনার পরপরই ১ নম্বর আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামিকে ধরতে অভিযান চলছে।