‘ধর্ষণের’ শিকার শিশুটি মারা যায়নি, ফেসবুকে ছড়ানো হচ্ছে গুজব

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  © সংগৃহীত

মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি মারা গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। তবে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, সে বেঁচে আছে। মৃত্যুর বিষয়টি গুজব। তবে ২৪ ঘণ্টায়ও শিশুটির জ্ঞান ফেরেনি।

এ বিষয়ে ওসি আইয়ুব আলী গণমাধ্যমকে বলেন, আমরা প্রতিনিয়ত শিশুটির বিষয়ে খোঁজ নিচ্ছি। এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। মৃত্যুর বিষয়ে যা প্রচার করা হচ্ছে সব গুজব।

পরিবারের দাবি, বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে ওই শিশু। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি থানায়।

এদিকে এ ঘটনায় শিশুটির দুলাভাই এবং তার বাবাকে আটক করেছে পুলিশ। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

শিশুটির স্বজনরা ঢাকায় থাকায় এখনো মামলা হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান। শিশুটি মাগুরার শ্রীপুর উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে আসে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সে অচেতন হয়ে পড়লে বোনের শাশুড়ি তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাগুরা হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে বেশ কিছু চিহ্ন রয়েছে। তার জরায়ুকে রক্তক্ষরণ হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাগুরার শিশুটি মারা গেছে বলে দাবি করা হয়। এ নিয়ে বড় বড় ফেসবুক গ্রুপ ও পেজেও পোস্ট দেওয়া হয়েছে।

তবে শিশুটির স্বজনরা জানিয়েছেন, সে এখনও অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছে।

উল্লেখ্য, ধর্ষণের ঘটনার সঙ্গে বড় বোনের শ্বশুর হিটু শেখ (৫০) জড়িত বলে দাবি করছে শিশুটির পরিবার। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হিটু শেখকে আটক করে।


সর্বশেষ সংবাদ