আমেরিকা যাওয়ার পথে গ্রেপ্তার আ.লীগ নেতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৩ PM

মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদারকে (৬৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে তাকে আটক করা হয়।
আলী আমজাদ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তিনি নিয়মিত যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারের কাছে যাতায়াত করতেন। এ তথ্য জানার পর আজমিরীগঞ্জ থানা পুলিশ বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ওঠার আগে তাকে আটক করা হয়।
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, "আজমিরীগঞ্জ থানার একটি মামলায় আলী আমজাদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষকে আগেই বিষয়টি জানানো হয়েছিল।"
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট হবিগঞ্জ শহরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলাতেও তার নাম রয়েছে।