ঝালকাঠিতে বাশার হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৪ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৮ AM

ঝালকাঠির রাজাপুরে আবুল বাশার হত্যা মামলায় মঠবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাউথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মো. তরিকুল ইসলাম তারেককে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার উত্তর সাউথপুর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তরিকুল ইসলাম তারেক উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউথপুর এলাকার মৃত আবদুল আজিজ হাওলাদারের বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন।
পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর এলাকায় প্রকাশে কুপিয়ে হত্যা করা হয় আবুল বাশার নামে এক রাজমিস্ত্রিকে। ওই ঘটনায় নিহতের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে নাজমুল ও রাতুলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে রাজাপুর থানায় মামলা করেন।
আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা
মামলার প্রধান আসামি নাজমুলকে র্যাব-৮ ঢাকার গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশে সোর্প করে। নাজমুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে তরিকুল ইসলাম তারেকের নাম হত্যার হুকুমদাতা হিসেবে প্রকাশ করেন। নাজমুলের স্বীকারোক্তি অনুযায়ী এরপর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে৷
রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, মামলার আসামি নাজমুলকে জিজ্ঞাসাবাদে হত্যার হুকুমদাতা হিসেবে তরিকুল ইসলাম তারেকের নাম বলায় তাকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।