আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর ঘটনায় ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৯ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৬ PM
ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেনর সময় মরদেহ পোড়ানো ঘটনায় সাবেক এক সংসদ সদস্যসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
প্রসিকিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, বিএম সুলতান মাহমুদ, এস এম মইনুল করিম, শাইখ মাহদী।
জুলাই আগস্ট গণহত্যার মামলায় বিচারের মুখোমুখি করতে সাবেক শেখ হাসিনাকে দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রচেষ্টা। সোমবার (২৩ ডিসেম্বর) বন্দিপ্রত্যাপন চুক্তির আলোকে তাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। নয়াদিল্লি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কোনো মন্তব্য করেনি।
আরও পড়ুন: ড. ইউনূসসহ ২০ উপদেষ্টাকে ট্রাম্পের নিষেধাজ্ঞার খবর সত্য নয়
এদিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে ফেরাতে পারলে গণহত্যার বিচারকাজ আরও সহজ হবে।
৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গুলি করে ছয়জনকে হত্যার পর প্রিজন ভ্যানে তুলে মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলাম ও পুলিশের চার কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল বলেও জানান তিনি।
ঢালাও গ্রেপ্তার না করে প্রাথমিকভাবে শুধু মূলহোতাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে বলেও জানান অ্যাডভোকেট তাজুল ইসলাম।