ডাচ বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ, ছিনতাই ২৮ লাখ টাকা

ডাচ বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাই
ডাচ বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাই  © প্রতীকী ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ বাংলা ব্যাংকের দুই এজেন্টকে অপহরণ করে ২৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অপহৃতরা হলেন উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া শহরের সরকারি আকবর আলী কলেজের পাশের সড়কে এই ঘটনা ঘটেছে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিয়ামুল হক বলেন, 'অপহরণের তথ্যটি জানার পর আমরা দুই কর্মচারী ও টাকা উদ্ধারে অভিযান চালাই। অভিযান চলাকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের পাশ থেকে ওই দুই কর্মচারীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলছেন, অপহরণকারীরা ২৮ লাখ টাকা নিয়ে তাদের মহাসড়কের পাশে ফেলে গেছে।'

ডাচ বাংলা  ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন, 'মামুন ও মিরাজ মোটরসাইকেলে ২৮ লাখ টাকা নিয়ে উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে যাচ্ছিলেন। তারা উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ রোড এলাকায় পৌঁছালে ৫-৬ জন অপহরণকারী মাইক্রোবাস থেকে নেমে দুই কর্মচারীর মুখ চেপে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। বিষয়টি জানার পর আমরা পুলিশকে জানাই। পরে পুলিশ তাদের উদ্ধার করে।'

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, 'বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন মামলা হয়নি। তবে গুরুত্বের সাথে বিষয়টি দেখা হচ্ছে।' 


সর্বশেষ সংবাদ