বাংলামোটরে ছিনতাইকারীকে ধরে পুলিশে দিল ছাত্রদল নেতা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১১:০২ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১১:০২ PM
রাজধানীর বাংলামোটর এলাকায় অফিস শেষে বাড়ি ফেরার পথে ২৫ বছর বয়সী নারীর মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত শরীফ (২০) নামে এক ছিনতাইকারী তার কাছ থেকে মোবাইলটি ছিনিয়ে নেয়। তিনি হতভম্ব হয়ে চিৎকার করতে থাকেন। আশেপাশে অনেক পথচারী থাকলেও কেউ এগিয়ে আসেনি। তবে ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ বিষয়টি লক্ষ্য করেন এবং দ্রুত দুইটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীর পিছু নেন। পরবর্তীতে তাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
এ বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানায়, ছিনতাকারী ফোন নিয়ে পালানোর সময় আমি কয়েকজনকে নিয়ে ধাওয়া দিয়ে ওই ছিনতাইকারীকে পরিবাগের মাজার গলিতে ধরে ফেলি। এসময় তার কাছ থেকে ছিনতাই করা মোবাইলটি উদ্ধার করে ওই নারীকে বুঝিয়ে দেই।
তিনি আরও জানান, এসময় উত্তেজিত জনতা ছিনতাইকারীকে গণপিটুনি দিতে শুরু করলে তিনি ও আহনাফ, মিরাজসহ কয়েকজন এগিয়ে এসে তাকে রক্ষা করেন। পরবর্তীতে তারা পুলিশে খবর দিলে শাহবাগ থানার ফোর্স এসে ছিনতাইকারীকে নিয়ে যাওয়া হয়। ভুক্তভোগী নারী ও তার বাবাও ফয়সালের সাথে থানায় যান তিনি।
এ বিষয়ে শাহবাগ থানা পুলিশের এসআই হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানায়, ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ মোবাইল ছিনতাইকারীকে থানায় নিয়ে আসেন। তবে ওই নারী এখনো মামলা করতে রাজি হননি। মামলা করলে আসামিকে আগামীকাল কোর্টে চালান করে দিবো।